বাংলাদেশ টিমের সাথে থাইল্যান্ডে মৌলভীবাজারের আক্তারুজ্জামান

September 16, 2019,

স্টাফ রিপোর্টার॥ এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের ফাইনালে উঠতে পারলে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে বাংলাদেশ। এমন একটা স্বপ্ন নিয়ে থাইল্যান্ডে পাড়ি দিয়েছিল লাল-সবুজের মেয়েরা। এবার তাদের সাথে বাংলাদেশ টিমের অফিসিয়াল হয়ে আছেন মৌলভীবাজারের আক্তারোজ্জামান।

তিনি মৌলভীবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন।

এবিষয়ে তিনি বলেন, “বাংলাদেশ টিমের অফিসিয়াল হয়ে ১২ সেপ্টেম্ভর থেকে থাইল্যান্ডে আছি। আমরা দেশে ফিরবো ২২সেপ্টেম্বর। সবাই আমাদের টিমের জন্য দোয়া করবেন”।

চূড়ান্ত বাছাইয়ে লাল-সবুজদের প্রতিপক্ষ জাপান, অস্ট্রেলিয়া ও স্বাগতিক থাইল্যান্ড। এই বাধা পেরিয়ে সেমিতেও জিততে পারলেই মিলবে বিশ্বকাপের টিকিট। অন্য গ্রুপে ‘বি’তে আছে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, ভিয়েতনাম ও চীন। সব মিলিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখেই মেয়েরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com