মালামাল উদ্ধার চোর আটক
September 16, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে বেশ কিছু চাবিসহ চোরের মুল হোতা মোঃ ইউসুফ আহম্মদ আসিফ (২৭) কে আটক করেছে পুলিশ।
রোবাবার ১৪ সেপ্টেম্বর দিবাগত রাত মৌলভীবাজার শহর থেকে তাকে আটক করা হয়।আসিফ ১১নং মোস্তফাপুর ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের মোঃ আব্দুল্লাহ (সৈয়দ মিয়ার) ছেলে।
মৌলভীবাজার মডেল থানার ওসি আলঙ্গীর হোসেন জানান, কয়েক মাস থেকে শহরের বিভিন্ন এলাকায় বাসা- বাড়িতে কেউ না থাকলে সে তার যন্ত্রপাতি নিয়ে তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে চুরি করে নিয়ে যায়।
তিনি আর জানান, তার বিরুদ্ধে ৫ ডাকাতি মামলা রয়েছে। অনেক দিন যাবত তাকে গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করা হয়েছে। তার কাছ থেকে ৩ টি মোবাইল, পেনডাইভ, অসংখ্য চাবি ও তালা ভাঙ্গার যন্ত্র পাতি ও ঘরের মাল উদ্ধার করা হয়েছে।
মন্তব্য করুন