১’শ পিছ ইয়াবাসহ গ্রেফতার ৪
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে একশত পিছ ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ১৫ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় পৌর শহরে পুলিশ সুপার ফারুক আহমেদের নির্দেশনায় বিশেষ অভিযানে নামে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- মৌলভীবাজারের কাজিরগাও এলাকার মৃত আনোয়ার হোসেন চৌধুরীর ছেলে মহিউজ্জামান চৌধুরী (মাহী) (২০)। তার প্যান্টের পকেটে সাদা রঙ্গের পলিথিন প্যাকেটের ভিতর ৫৫ (পঞ্চান্ন) পিছ ইয়াবা ট্যাবলেট পায় ডিবি।
খোঁজারগাঁও এলাকার -মোঃ লেফাছ মিয়ার ছেলে মোঃ রায়হান মিয়া (২২)। তার শার্টের পকেটে বিশ পিছ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
দীগিপাড় এলাকার সনিজত চন্দ্র দাসের ছেলে পিয়াস চন্দ্র দাস (২৬)। তার প্যান্টের বাম পকেটে দশ পিছ ইয়াবা ট্যাবলেট পায় পুলিশ।
কাকৈইসার এলাকার মৃত আব্দুল জব্বার দেওয়ানের ছেলে নাদিম মাহমুদ (৩৬)। তার কাছে পনের পিছ ইয়াবা ট্যাবলেট পায় ডিবি পুলিশ।
এবিষয়ে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় বলেন,“বিশেষ অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্রেফতারকৃতরা পালাইয়া যাওয়ার চেষ্টা করে। পরে ডি.বি টিম আসামীদের ধরতে সক্ষম হয়। ইতিমধ্যে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন