ভয়েজ অব মৌলভীবাজার এর আলোচনা সভা অনুষ্ঠিত

September 17, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ভয়েজ অব মৌলভীবাজার এর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাক ৮ টায় মৌলভীবাজার এম সাইফুর রহমান রোডস্থ ওয়েস্টার্ণ রেষ্ঠুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

ভয়েজ অব মৌলভীবাজার এর আহব্বায়ক কাউন্সিলর মনবীর রায় মঞ্জু এর সভাপতিত্বে ও সদস্য সচিব বকশী মিছবাহ উর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন যুগ্ন আহব্বায়ক আব্দুর রকিব সাবু ও আনোয়ার হোসেন দুলাল, যুগ্ন সদস্য সচিব মিলাদ তালুকদার, সদস্য খালেদ চৌধুরী, অজয় সেন, মো, আব্দুল ওয়াহাব পান্না, নিলিমেষ ঘোষ বুলু, সৈয়দ ছায়েদ আহমদ, জুয়েল আহমদ, আব্দুল কাইয়ুম, ফাতেমা জহুরা বিউটি প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন আহব্বায়ক কমিটির সদস্য সৈয়দ মোকাম্মিল আলী, মনসুর আলম চৌধুরী (টিপু), নিখিল তালুকদারসহ সাংবাদিক মাহবুবুর রহমান রাহেল, ইকবাল আহমদ, ও সাংবাদিক বেলাল তালুকদার, আ,হ জুবের, বদরুল আলম চৌধুরী, নান্নু মিয়া ও  আজিজুল হক সেলিম প্রমুখ।

আলোচনা সভায় ভয়েজ অব মৌলভীবাজারের বিগত দিনের কর্মকান্ড ও ভবিষৎ কর্মকান্ড পরিচালনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা সভা শেষে ভয়েজ অব মৌলভীবাজারের সদস্য কুয়েত প্রবাসী হাসিদ আহমদ এর সৌজন্যে সবাই ডিনারে অংশ গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com