মৌলভীবাজার শহরে এক যুবকের পকেটেই ১১৭পিছ ইয়াবা
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ অভিযানে নামে ডিবি পুলিশ। এসময় এক যুবকের পকেট থেকেই ১১৭ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
১৭ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার পৌর শহরের সৈয়ারপুর কাশিনাথ রোড অভিযান চালিয়ে চন্দন দেব (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। ওইসময় তার পকেট ১১৭ পিছ ইয়াবা ট্যাবলেট পায় ডিবি। গ্রেফতারকৃত চন্দন কুলাউড়া উপজেলার কোনাগাঁও এলাকার দীরেন্দ্র দেব এর ছেলে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় পরিচালনা অভিযানে অংশ নেন এসআই মমিন উল্ল্যাহ, এএসআই মোজাম্মেল হকসহ ডিবি পুলিশ টিম।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় সিলেটভিউকে বলেন, “মাদক দ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান চলাকালীন সময় ডি.বি পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্রেফতারকৃত লোকটি দৌড়াইয়া পালাইয়া যাওয়ার চেষ্টা করে। পরে তাৎক্ষণিক ডি.বি পুলিশ আসামীকে ধরতে সক্ষম হয়। সাক্ষীদের সম্মুখে আসামীর দেহ তল্লাশী করিয়া তাহার পরিহিত প্যান্টের ডান পকেট হইতে একটি কালো রংঙ্গের পলিথিন প্যাকেটের ভিতর ১১৭ পিছ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে”।
মন্তব্য করুন