ডাঃ মোঃ শামছুদ্দিন আহমদ আর নেই

September 21, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার বিএমএ’র দুই দুইবারের নির্বাচিত সভাপতি এবং মৌলভীবাজারের স্বনামধন্য চিকিৎসক ডাঃ মোঃ শামছুদ্দিন আহমদ ২০ সেপ্টেম্বর শুক্রবার দুপুর ১টা ১৫ মিনিটে ঢাকার স্কয়্যার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহের রাজেউন)।

মরহুমের প্রথম জানাযার নামাজ শনিবার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।

২২ সেপ্টেম্বর বাদ আছর মরহুমের গ্রামের বাড়ি সিলেটের জকিগঞ্জের আটগ্রামে তাঁর দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। সময়ের অভাবে মরহুমের মরদেহ মৌলভীবাজারে আনতে পারছেন না তাঁর পরিবার পরিজন। তারা সবাইকে মরহুমের জন্য দোয়া করতে বলেছেন। মৃত্যুকালে তিনি এক ছেলে এবং এক মেয়ে রেখে গেছেন।

উল্লেখ্য, মৌলভীবাজার শহরতলীর শ্রীমঙ্গল রোডস্থ ইসলামবাগ এলাকার নিজ বাসভবনে তিনি দীর্ঘ ৪০ বছর মৌলভীবাজারবাসীর চিকিৎসা সেবা দিয়ে গেছেন।

যে সময় মৌলভীবাজারে কোন সার্জারী বিশেষজ্ঞ ছিলেন না, তখন তিনি এই এলাকার একমাত্র সার্জন হিসেবে অসংখ্য রোগীকে অপারেশন ও চিকিৎসা সেবা দিয়ে গেছেন। তিনি মৌলভীবাজার বিএমএ এবং মৌলভীবাজার স্বাচিপ এর আজীবন সদস্য ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com