বাংলাদেশ জাতীয় পার্টির কর্মীসভা

September 21, 2019,

ইমাদ উদ দীন॥ মৌলভীবাজার জেলা বাংলাদেশ জাতীয় পার্টি (নাজিউর রহমান মঞ্জু) বিজেপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর শুত্রুবার বিকেলে শহরের এক অভিজাত রেষ্টুরেন্টে বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির মৌলভীবাজার জেলার প্রস্তাবিত কমিটির উদ্যোগে জেলা আহবায়ক ইমরান আহমদ কাওছারের সভাপতিত্বে ও সদস্য সচিব জয়নুল ইসলাম জয়ের পরিচালনায় কর্মীসভা সম্পন্ন হয়।

সভায় বক্তব্য রাখেন জাতীয় ছাত্রসমাজের সিলেট বিভাগীয় সমন্বয়ক ও জেলা সভাপতি মোহাম্মদ আবদাল হুসাইন,জেলা বিজেপি নেতা রুমেল আহমদ, দুলাল আহমদ,ছাত্রনেতা ছাদিকুর রহমান,তারেক,ফৌজি,রায়হান প্রমুখ। বক্তরা বলেন দেশে গণতন্ত্র ও আইনের শাসনের প্রতিষ্ঠায় দেশের প্রতিটি নাগরিককে এগিয়ে আসতে হবে। দেশ ও জাতীর ক্রান্তিলগ্নে নিজেদের স্বার্থে অধিকার আদায়ের আন্দোলনে আরো সোচ্চার হতে হবে।

সভায় প্রত্যয় ব্যক্ত করে বক্তারা বলেন দলের চেয়ারম্যান ব্যারিষ্টার আন্দালিব রহমান পার্থের হাতকে শক্তিশালী করতে আগামীতে যে কোন কর্মসূচী আসলে ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে তা বাস্তবায়নের।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com