কুলাউড়ায় শ্রীশ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

September 22, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥  কুলাউড়া পৌরসভা সেলুন সমিতির আয়োজনে শ্রীশ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে ১৮ সেপ্টেম্বর বুধবার। প্রতি বছরের মতো এবারও কুলাউড়ার দক্ষিণ বাজারের শ্রীশ্রী কালীবাড়িতে সকাল ৮টায় পূজা শুরু হয়ে অঞ্জলি প্রদান শেষে দুপুর ১২টায় এক আনন্দ র‌্যালি বের হয়। পরে বেলা ২টায় ভক্তবৃন্দের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

বিশ্বকর্মা পূজা হিন্দুদের একটি ধর্মীয় উৎসব। দেবশিল্পী বিশ্বকর্মার আশিস কামনায় এ পূজা অনুষ্ঠিত হয়। বেদে বিশ্বকর্মাকে পৃথিবীর সৃষ্টিকর্তারূপে বর্ণনা করা হয়েছে। ভক্তদের বিশ্বাস মতে তিনি বিশ্বের তাবৎ কর্মের সম্পাদক। তিনি শিল্পসমূহের প্রকাশক, অলঙ্কার শিল্পের স্রষ্টা, দেবতাদের গমনাগমনের জন্য বিমান নির্মাতা ইত্যাদি। অর্থাৎ শিল্পবিদ্যায় তাঁর একচ্ছত্র অধিকার। তাই যাঁরা শিল্পকর্মে পারদর্শিতা লাভ করতে চান, তাঁরা বিশ্বকর্মার অনুগ্রহ কামনা করেন। রামায়ণে বর্ণিত অপূর্ব শোভা ও সম্পদবিশিষ্ট লঙ্কা নগরীর নির্মাতা বিশ্বকর্মা। দেবশিল্পিরূপে তিনি দেবপুরী, দেবাস্ত্র ইত্যাদিরও নির্মাতা। কথিত আছে যে, পুরীর প্রসিদ্ধ জগন্নাথমূর্তিও বিশ্বকর্মা নির্মাণ করেন। ভাদ্রমাসের সংক্রান্তিতে কলকারখানায় বেশ আড়ম্বরের সঙ্গে বিশ্বকর্মার পূজা অনুষ্ঠিত হয়। অন্যান্য দেব-দেবীর মতোই মূর্তি গড়ে বিশ্বকর্মার পূজা করা হয়। সূতার-মিস্ত্রিদের মধ্যে এই পূজার প্রচলন সর্বাধিক। তবে বাংলাদেশে স্বর্ণকার, কর্মকার এবং দারুশিল্প, স্থাপত্যশিল্প, মৃৎশিল্প প্রভৃতি শিল্পকর্মে নিযুক্ত ব্যক্তিগণও নিজ নিজ কর্মে দক্ষতা অর্জনের জন্য বিশ্বকর্মার পূজা করে থাকেন।

শ্রীশ্রী কালীবাড়িতে অনুষ্ঠিত বিশ্বকর্মা পূজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক গৌরা দে, সভাপতিম-লীর সদস্য বিচিত্র দে ও মিহির দেবরায়, প্রবীণ সাংবাদিক সুশীল সেনগুপ্ত, জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক ও সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমেদ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম, ১নং ওয়ার্ড সম্পাদক নজরুল ইসলাম, সদস্য রিংকু বর্ধন, ইমন মিয়া, ৪নং ওয়ার্ড সম্পাদক গউছ মিয়া, ২নং ওয়ার্ড মেম্বার মারুফ আহমদ জালাল, চন্দ সমাজ কল্যাণ সমিতির সভাপতি কৃপাময় চন্দ্র শীল, বিধান চন্দ, লংলা শীল সমাজ কল্যাণ সমিতির সহসভাপতি বেনু শীল, বিশু মহন চন্দ, পৌরসভা সেলুন সমিতির সভাপতি ক্ষিতিশ চন্দ, সাধারণ সম্পাদক রতন চন্দ, পূজা পরিচালনা কমিটির সাবেক সভাপতি অনাদি চন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন জগদিশ চন্দ বাদল, গোপাল চন্দ, দিলীপ চন্দ, নিধু চন্দ, দিপক চন্দ, শীতল চন্দ কালা, হরিপদ চন্দ, সুমন চন্দ, নিতাই চন্দ, সাগর কপালী, সুবল চন্দ, পিকু, হৃদয়, পলাশ, সঞ্জয়, বিদ্যুৎ, সন্তোষ, সঞ্জিত, শ্যামল, সাওন, রিংকু, শিপন প্রমুখ।

পূজা পরিচালনা কমিটির পক্ষে সভাপতি অশোক চন্দ এবং সাধারণ সম্পাদক লিটন বৈদ্য লিটু বিশ্বকর্মা পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় সকলকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com