কুলাউড়ায় অনলাইন নিউজ পোর্টাল “বাংলাদেশ জনপ্রত্যাশা ডট কম” এর যাত্রা শুরু

কুলাউড়া প্রতিনিধি॥ “সত্য প্রকাশের প্রত্যাশায় ও বস্তুুনিষ্ট সংবাদ প্রকাশনাই আমাদের অঙ্গিকার” এই শে¬াগানকে সামনে রেখে সাংবাদিক ছয়ফুল আলম সাইফুলের সম্পাদনা ও প্রকাশনায় অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলাদেশ জনপ্রত্যাশা ডটকম’ এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হয়েছে।
২১ সেপ্টেম্বর শনিবার রাত ৮টায় জেলার কুলাউড়ার হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে অনলাইন পোর্টাল বাংলাদেশ জনপ্রত্যাশার সম্পাদক ছয়ফুল আলম সাইফুলের সভাপতিত্বে ও বার্তা সম্পাদক ইঞ্জিনিয়ার মিজানুর রহমানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের প্রসিকিউটর ও বাংলাদেশ জনপ্রত্যাশার প্রধান উপদেষ্টা ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তিনি বলেন, আমি বিশ্বাস করি অপসাংবাদিকতা রোধ ও বস্তুুনিষ্ট সংবাদ পরিবেশনায় ‘বাংলাদেশ জনপ্রত্যাশা ডট কম’ অনলাইন পোর্টালটি হবে সম্পূর্ণ দল নিরপেক্ষ ও গণমানুষের কন্ঠস্বর। বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফজলুল হক খান সাহেদ ও মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু, জর্জিয়া আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক নূরুল ইসলাম তালুকদার, হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মুক্তাদির চৌধুরী, অনলাইন পোর্টালের প্রধান সম্পাদক এ আর নোমান, জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি ও নিউ নেশন প্রতিনিধি এম মছব্বির আলী, কালের কন্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, সাংবাদিক সৈয়দ আশফাক তানভীর, হাজীপুর সোসাইটির সহ-সাধারণ সম্পাদক গাজী জাবের আহমদ, শিক্ষক মোঃ ছাদিকুর রহমান, শাহ আলম প্রমুখ।
মন্তব্য করুন