ওয়াজিমুল হকের মৃত্যুতে জেলা বিএনপির শোক
September 23, 2019,
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য মো: ওয়াজিমুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান ও সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান।
২৩ সেপ্টেম্বর সোমবার গণমাধ্যমে প্রেরিত এক যৌথ শোক বার্তায় তারা বলেন, ওয়াজিমুল হকের মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। তিনি বিএনপির একনিষ্ঠ একজন কর্মী ছিলেন। আমরা তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাঁর পরকালীন জীবন শান্তিময় করুন ও বেহেশতের সর্বোচ্ছ মাকাম দান করুন। মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য মো: ওয়াজিমুল হক ২০ সেপ্টেম্বর শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে আকস্মিকভাবে ইন্তেকাল হন।
মন্তব্য করুন