মৌলভীবাজারে ১০১৪ মন্ডপে হবে শারদীয় দুর্গাপূজা

September 24, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে সার্বজনীন ও ব্যক্তিগত মিলিয়ে এক হাজার ১৪ পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব হবে। পূজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বুধবার ১৮ সেপ্টেম্বর জেলা পুলিশ সুপার কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভাতেই এ তথ্য জানানো হয়।
সভায় উপস্থিত হিন্দু সম্প্রদায়ের নেতারা আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার)।
পুলিশ সুপার বলেন, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং ইতোমধ্যে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। তিনি গুরুত্বপূর্ণ পূজা মন্ডপগুলোয় সিসি ক্যামেরা বসানো আহ্বান জানান।
থানার অফিসার ইনচার্জকে পূজা কমিটির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার নির্দেশ দেন এবং ট্রাফিক বিভাগকে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের নির্দেশ দেন।
প্রতিটি পূজা মন্ডপে স্বেচ্ছাসেবক দল রাখার ব্যাপারে বিশেষভাবে গুরুত্ব আরোপ করেন। মৌলভীবাজারে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে। তারপরও প্রতিটি পূজা মন্ডপ কমিটিকে সাম্প্রদায়িক সম্প্রীতি কমিটি গঠনের আহ্বান জানান তিনি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com