চার কিশোর চোর গ্রেপ্তার
September 24, 2019,

স্টাফ রিপোর্টার॥ চার কিশোর চোরকে গ্রেপ্তার করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।
২২ সেপ্টেম্বর অজ্ঞাতনামা চোরেরা মৌলভীবাজার পৌরসভার লন্ডন প্রবাসী গোলাম ইয়াহিয়া এর মালিকানাধীন ধরকাপন শাহ বন্দর নামক ভিলার সামনের দরজার তালা ভাঙ্গিয়া দিনের বেলায় গৃহে প্রবেশ করিয়া অনুমান ২৬ হাজার টাকার মালামাল চুরি করিয়া নিয়া যায়। পরবর্তীতে অভিযান পরিচালনা করিয়া আসাম দের গ্রেপ্তার করা হয়।
মন্তব্য করুন