রিমা দাশ-কে বই উপহার করলেন মানবিক ছাত্রনেতা জাকের আহমদ (অপু)

September 24, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক, মানবিক ছাত্রনেতা জাকের আহমদ (অপু)’র ব্যক্তিগত পক্ষ থেকে মৌলভীবাজার সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের মেধাবী শিক্ষার্থী  রিমা দাসকে এক সেট  বই উপহার  দেন।

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর দুপুর ১২টায় কলেজ ক্যাম্পাসে তিনি রিমা দাস এর হাতে একসেট বই হস্তান্তর করেন।

জাকের বলেন, রিমার জন্য দোয়া করি সে যেন উচ্চশিক্ষিত  হয়ে একজন আদর্শবান দেশপ্রেমি হয় এবং মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখে, আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করি। আমি চাই না কোন শিক্ষার্থী টাকা পয়সার অভাবে লেখাপড়া বন্ধ করুক, যতক্ষণ পারব নিজের সামর্থের ভিতর সব শিক্ষার্থীদের সহযোগিতা করবো। তিনি সমাজের বিত্তবান লোকদের মেধাবী শিক্ষার্থীদের পাশে আসার  অনুরোধ জানান।

উলে¬খ্য,ইতিমধ্যে অনেক শিক্ষার্থীদের কলেজে ভর্তির টাকা দিয়ে, ফরম ফিলাপের টাকা দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন মানবিক এই ছাত্রনেতা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com