মীনা দিবসের র‌্যালি

September 24, 2019,

নজরুল ইসলাম মুহিব॥ ‘মনের মতো স্কুল পেলে, শিখব মোরা হেসে খেলে’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মীনা দিবস উপলক্ষ্যে মৌলভীবাজার উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের উদ্যোগে র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে চিত্রাংঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। র‌্যালিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোতাহার বিল্লাহ, সহকারী শিক্ষা কর্মকর্তা শরীফ মোঃ নিয়ামউল্লাহ সহ সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগন অংশ গ্রহন করে। পরে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরিফুল ইসলাম চিত্রাংঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগীতার  বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com