ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে শাহানা কার্টুন বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 25, 2019,

স্টাফ রিপোর্টার॥ কনসার্নড উইমেন ফর ফ্যামেলী ডেভেলপমেন্ড (ঈভিফ) জেনারেশন ব্রেকথ্রু প্রকল্প আওতায় জেন্ডার বিষয়ক শাহানা কার্টুন এর প্রদর্শনী ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বুধবার ২৫  সেপ্টেম্বর দুপুর মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবু মিয়া চৌধুরীর সভাপতিত্ব ও শিক্ষক আবুল হোসেনের পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ এস এম আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস সামাদ মিয়া। অন্যান্যদের মধ্যে প্রবাসী আলহ্বাজ সুন্দর মিয়া,প্যানেল ও কমিটির সদস্য হাজী ইলিয়াছ মিয়া,শিক্ষানুরাগী সদস্য আমিরুল ইসলাম সাহেদ, প্রোগরামার মিরাজুল ইসলাম, নাসিমা আক্তার নিপা, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান, মোঃ জসিম উদ্দিন, ফেরদৌসি আক্তার, হেলাল উদ্দিন,মাওলানা জাহির মিয়া,শহিদুল ইসলাম,সুলতানা বেগম,শুকদেব গোস্বামী,শুভ্রত চন্দ্র বিশ্বাস, প্রদিপ সরকার, শেফালী বেগম, আব্দুল মালিক, সূর্য মনি বিশ্বাস, জালাল আহমেদ। প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের হাতেপুরুস্কার তোলে দেন অতিথি বৃন্দ।

জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়ে উপস্থিত হয়ে প্রথমে ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিল কর্মসূচি পরিদর্শন করেন এবং তাহা অব্যাহত রাখার জন্য আহ্ববান করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com