মাদক ব্যবসায়ী ও  জুয়াড়ী সহ ৭ জন গ্রেফতার

September 26, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ী এবং ৪ জন জুয়াড়ীকে গ্রেফতার করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে ২৫ সেপ্টেম্বর রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার কৃতরা হচ্ছে মোঃ কাওছার আহমেদ (২৫), পিতা-মোঃ আব্দুর রহমান, সাং-পূর্ব সৈয়ারপুর, থানা ও জেলা-মৌলভীবাজার, কয়ছর আহমদ (৩৫), পিতা-মৃত হুছন মিয়া, সাং-সোনাপুর, থানা ও জেলা-মৌলভীবাজার, জুয়েল আহম্মদ (২৫), পিতা-আবলুছ মিয়া, সাং-কাজিরগাঁও, থানা ও জেলা মৌলভীবাজার।

তাদের মধ্যে আসামী কাওছার বর্তমানে মৌলভীবাজার শহরের ইয়াবা ডিলার হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ডাকাতি মামলা রহিয়াছে। তাদের বিরুদ্ধে পৃথক মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

অপরদিকে অন্য অভিযানে এসআই জাকারিয়া গোপন সংবাদের ভিত্তিতে তাজুল মিয়া (৩০), পিতা-মৃত সাবাজ মিয়া, সাজন মিয়া (৪৫), পিতা-রব্বান উল্যা, গেদন মিয়া (৪৫), পিতা-মৃত নছাই মিয়া, সাকিব আহমদ (১৯) পিতা-মোঃ ছায়েদ মিয়া সাইফুরকে গ্রেফতার করা হয়। তাদের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার আথানগিরি এলাকায়। এসময় তাস এবং নগদ টাকা সহ গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন মৌলভীবাজার মডেল থানার এসআই নাফিজ সাদিক, এসআই আবু ছায়েম মোঃ আব্দুর রহমান, এএসআই খাজা মাঈন উদ্দিন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com