ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

September 26, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার রবির বাজার মসজিদের সামনে, রবিরবাজার, কুলাউড়া রোড ও তার আশে পাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন কুলাউড়া থানার পুলিশ ফোর্স । অভিযানকালে রবির বাজার মসজিদের সামনে অবস্থিত  হারুন মিয়ার ফলের দোকানকে ১ হাজার টাকা, রবির বাজারে  অবস্থিত কালামের মুরগির দোকানকে ২ হাজার, কুলাউড়া রোডে অবস্থিত রাজমহলকে ২ হাজার  টাকাসহ মোট ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে প্রসাধনীর গায়ে নিজেরা মূল্য লেখা, ওজনে কম দেওয়াসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করেন।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com