দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
September 26, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার মডেল থানা গোপন সংবাদের ভিত্তিতে পাহাড় বর্ষিজোড়া এলাকায় অভিযান চালিয়ে চালিয়ে ১৫ পিছ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী ইমন আহমদকে (১৮) গ্রেফতার করা হয়। সে মৌলভীবাজার সদর উপজেলার পাহাড় বর্ষিজোড়া এলাকার কনর মিয়া পুত্র। অভিযানে ছিলেন এসআই তাপস চন্দ্র রায়, এএসআই মোঃ জাহিদুল ইসলাম।
তার বিরুদ্ধে মডেল থানার মামলা নং-৩৮, তারিখ-২৬/০৯/১৯ইং, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০(ক), জিআর ২৮৮/১৯ (সদর) রুজু করে আদালতে সোপর্দ করা হয়।
অপর দিকে এসআই তোফাজ্জল হোসেন মাদক মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মঈন উদ্দিন, পিতা-আমীর উদ্দিন, সাং-ধরকাপন, থানা ও জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে সোপর্দ করেন।
মন্তব্য করুন