পূজা মন্ডপে মৌলভীবাজার পৌরসভার অনুদান
September 28, 2019,

স্টাফ রিপোর্টার॥ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের পৌর এলাকার ১৫ টি পূজা মন্ডপে ১১হাজার টাকা করে অনুদান দিয়েছে পৌরসভা।
বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর পৌরসভার মিলনায়তন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শেষে পৌর এলাকার ১৫ টি পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকের নিকট ১১ হাজার টাকা অনুদান তুলে দেওয়া হয়।
সভায় পৌর মেয়র মো. ফজলুর রহমানের সভাপতিত্বে এবং কাউন্সিলর মনবীর রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের সভাপতি পীযুষ কান্তি সেন, সাধারণ সম্পাদক পঙ্কজ রায় মুন্না, পূজা উদযাপন পরিষদের নেতা আশু রঞ্জন দাস, প্রাণ গোপাল রায়, প্রফুল্ল চন্দ্র দাস, সুমেষ দাশ যিশু, প্রমোদ পাল, কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী প্রমুখ।
মন্তব্য করুন