কুলাউড়ায় ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক

September 28, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী মনোহরপুর এলাকা থেকে শুক্রবার ২৭ সেপ্টেম্বর ৯শ পিস ইয়াবাসহ ভারতীয় নাগরিক বিশ্বজিৎ মালাকার (২৫)কে আটক করেছে র‌্যাব। সন্ধ্যায় তাকে কুলাউড়া থানায় সোপর্দ করা হয়েছে।

র‌্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্পের এএসপি মোঃ আব্দুল খালেক ও এএসপি একেএম কামরুজ্জামানের নেতৃত্বে উপজেলার শরীফপুর ইউনিয়নের মনোহরপুর আনোয়ারুল উলুম মাদ্রাসার সম্মুখ থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতের ত্রিপুরার উনকুটি জেলার ইরানী থানার কালিপুর নিবাসী মৃত দয়াময় মালাকারের ছেলে বিশ্বজিৎ মালাকারকে গ্রেফতার করা হয়। তার কাছে তল্লাশি চালিয়ে ৯শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

কুলাউড়া থানার কর্তব্যরত পুলিশ অফিসার এসআই শাহীন জানান, র‌্যাব সদস্যরা আসামী নিয়ে থানায় এসেছেন। মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com