একতা স্পোটিং এর আয়োজনে মেধা পরীক্ষা অনুষ্ঠিত

September 28, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার স্বেচ্ছাসেবী সংস্থা একতা স্পোর্টিং ক্লাব( এস্পোক) রেজিনং ১৪৫/৯৬ এর আয়োজনে ৩য় একতা জুনিয়র(৮ম শ্রেণি) মেধা অন্বেষণ পরীক্ষা ২০১৯ ” মরহুম সৈয়দ তরশেদ হোসেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২৭ সেপ্টেম্বর আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার সদর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়েরর ৮ ম শ্রেণির ছাত্র ছাত্রীরা অংশগ্রহনে করেন।

পরীক্ষা পরিদর্শন করেন দাতা পরিবারের সদস্য সৈয়দ ইফতিয়ার হোসেন বাচ্চু।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নুরুল হক,খয়রুল হক চৌধুরী আতা,প্রতিভা চক্রবর্তী,টিটু চৌধুরী সংগঠনের সভাপতি এবাদুল হক দুলু,সম্পাদক গাজী আবেদ, পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার,মুহিবুর রহমান, শাহ ইমরান সাজু,মুহিবুর রহমান দিপলু, পান্না, শিবলু, জায়েদ, সুমন,শহীদ,এমদাদ, সাজু,কামরুল, রুবেল বেগ,রুবেল, লিটন খান,জাকারিয়া ,সুহেল, আরিফ, সৈয়দ সামাদ  প্রমুখ।

উল্লেখ্য সংগঠনটি ২২ বছর যাবত ৫ম শ্রেণির শিশুদের পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করে বৃত্তি দিয়ে আসছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com