খালেদা জিয়ার মুক্তির দাবিতে মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের মানববন্ধন
September 28, 2019,

স্টাফ রিপোর্টার॥ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুচিকিৎসা ও কারামুক্তির দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
শনিবার ২৮ সেপ্টেম্বর দুপুর ২ টার দিকে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
স্বেচ্ছাসেবক দলের সভাপতি পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিএম মুক্তাধির রাজুরর পরিচালনায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতার্মীরা অংশ নেন।
মানববন্ধনে অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবিসহ তার সুচিকিৎসার দাবি জানানো হয়। পাশাপাশি খালেদা জিয়াকে মুক্তি দেওয়া না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেয় নেতাকর্মীরা।
মন্তব্য করুন