ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

September 29, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার পশ্চিমবাজার, কুদরুত উল্ল্যা রোড ও তার আশে পাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার ২৯ সেপ্টেম্বর ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন সদর মডেল থানার পুলিশ ফোর্স । অভিযানকালে পশ্চিমবাজারে অবস্থিত  সুলতান ট্রেডাসকে ৩ হাজার টাকা, কুদরুত উল্ল্যা রোডে  অবস্থিত মেসার্স ইমরান এন্ড ব্রাদার্সকে ৫ হাজার, পশ্চিমবাজার রোডে অবস্থিত মদন মোহন এন্টারপ্রাইজকে ৩ হাজার  টাকাসহ মোট ১১ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে পিয়াজ, রসুনসহ অন্যন্য নিত্যপ্রয়োজনীয় পণ্য মূল্য তালিকা থেকে অতিরিক্ত দামে বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করেন। এছাড়াও পশ্চিমবাজার ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয় যে প্রতিদিন ব্যবসা প্রতিষ্ঠান খুলে মূল্য তালিকা লিখে প্রতিষ্ঠানের সামনে প্রদর্শন করার জন্য।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com