কৃষকদলের নবগঠিত কমিটির সভা

September 29, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে জাতীয়তাবাদী কৃষকদলের নবগঠিত আহবায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ সেপ্টেম্বর শনিবার রাতে জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূনের বাসায় অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির আহবায়ক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন। সংগঠনের যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শামীম আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফয়জুল করিম ময়ূন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব এম এ মুকিত, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: হেলু মিয়া, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকশী মিছবাহ উর রহমান,জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ ফখরুল ইসলাম।
বক্তব্য রাখেন জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আব্দুল করিম ঈমানী, সদস্য হাজী আব্দুল কাইয়ুম,আব্দুল মুকিত তালুকদার,মুজিবুর রহমান,ফখরুজ্জামান ও ফরহাদ আহমদ প্রমুখ। সভায় বক্তারা গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সফল করার লক্ষ্যে দলকে সুসংগঠিত করে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com