প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পপনা বিষয়ক সোস্যাল ডায়ালগ অনুষ্ঠিত

September 30, 2019,

স্টাফ রিপোর্টার॥ প্রজনন স্বাস্থ্য ও আধুনিক পরিবার পরিকল্পনা সেবায় জন অংশগ্রহন বাড়ানো বিশেষ করে দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহন, মাসিক নিয়মিতকরণ, গর্ভপাত ও প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবায় নারী, নব দম্পতি ও কিশোরীদের প্রবেশগম্যতা বৃদ্ধি এবং গ্রামীন জনগোষ্ঠীর সাথে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সমূহের সেতু বন্ধন তথা তথ্যে প্রবেশাধিকারের মাধ্যমে তাদের ক্ষমতায়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করা এবং সরকারি-বেসরকারি সংস্থাসমূহের কর্মকান্ডে সমন্বয় সাধন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে আইপাস বাংলাদেশ, বাংলাদেশ এনজিও নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) এবং ইউকেএইড এর সহযোগীতায় কমিউনিটি রেডিও পল্লীকন্ঠের সভা কক্ষে সোমবার ৩০ সেপ্টেম্বর প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পপনা বিষয়ক সোস্যাল ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।

রেডিও পল্লীকণ্ঠের প্রোগ্রাম প্রডিউসার আল-আমীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সালে এলাহী কুঠি, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ,আলী আমজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুর্ণা রায় ভৌমিক,শিক্ষক মাধুরী মজুমদার,ব্র্যাক জেলা প্রতিনিধি আরিফুর রহমান, সাংবাদিক জুলফিকার আলী ভুট্রো, সহ মাতাকারপন গ্রামের সীমা দাস,আসা দাস, রেডিও পল্লী কণ্ঠের প্রযোজক নাইমা ইয়াসমিন, রেডিও পল্লী কণ্ঠের প্রযোজক রুজিনা বেগম, রেডিও পল্লী কণ্ঠের নিউজ প্রডিউসার তাহমিদ আহমেদ সহ রেডিও পল্লীকণ্ঠের সকল প্রযোজক বৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com