জেলা তাতীদলের মতবিনিময়

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা তাতীদলের মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। ৩০ সেপ্টেম্বর সোমবার বিকেলে মৌলভীবাজার শহরের একটি অভিজাত রেষ্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা তাতী দলের আহবায়ক আতাউর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও মোর্শেদ চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড.রফিকুল ইসলাম হিলালী, প্রধান বক্তা ছিলেন অধ্যাপক আমিনুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান সাবিরা নাজমুল, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন, সহ-সভাপতি আলহাজ এম এ মুকিত, সাবেক ছাত্রদল সভাপতি ও বর্তমান জেলা বিএনপির সহ-সভাপতি আশিক মোশাররফ, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ হেলু মিয়া প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শামিম আহমেদ, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম, কমলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি দুরুদ আহমদ, জাসাসের সভাপতি মারুফ আহমদ, জেলা যুবদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম টুটুল প্রমুখ।
এসময় তাঁতীদলসহ জেলা বিএনপির বিভিন্ন স্তরেরর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন