মৎস্যজীবী লীগের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
December 1, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার মৎস্যজীবী লীগের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী শহরের পশ্চিমবাজার প্রাঙ্গনে সংক্ষিপ্ত আলোচনা ও কেক কেটে দিনটি পালিত হয়েছে।
৩০ নভেম্বর রাতে জেলা মৎস্যজীবী লীগের অহবায়ক মোজাহিদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র ফজলুর রহমান, বিশেষ অতিথি ছিলেন কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহিন আহমদ, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গৌছ উদ্দীন লিকসন।
এসময় মেয়র ফজলুর রহমান বলেন জেলা আওয়ামীলীগ মৎস্যজীবী লীগের পাশে সব সময় থাকবে। এত দিন আওয়ামী লীগের সঙ্গে মৎস্যজীবী লীগের সরাসরি কোনো সংশ্লিষ্টতা ছিল না। ২৯ নভেম্বর ২০১৯ইং আওয়ামীলীগের অনুমোদনে প্রথমবারের মতো সম্মেলন করে সংগঠনটি কমিটি তৈরি করেন।
আলোচনা ও কেক কাটা শেষে এক বাউল গানের অনুষ্ঠানের মধ্যদিয়ে মৎস্যজীবী লীগের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী সমাপ্ত হয়।
মন্তব্য করুন