পৌর মেয়রের সাথে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

December 1, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার নীরাজ কুমার জাসওয়াল।

মঙ্গলবার ১ ডিসেম্বর  সকালে মেয়র কার্যালয় সাক্ষাৎ করেন। দুই দেশের বিভিন্ন উন্নয়ন নিয়ে আলোচনা হয়। পরিশেষে মৌলভীবাজার পৌরসভার উন্নয়নে মেয়র মোঃ ফজলুর রহমান ভারত সরকারের সহযোগিতা চান।

বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাই হাইকমিশনারের সেকেন্ড সেক্রেটারি টি.জি. রমেশ, মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর মনবীর রায় মনজু ও পৌর কর্মকর্তা-কর্মচারীগণ।

এসময় মৌলভীবাজার পৌরসভার মেয়র ভারতের ভিসা প্রক্রিয়া সহজকরণ করার আহ্বান জানান। ভারতীয় সহকারী হাইকমিশনার এই বিষয়ে পদক্ষেপ বেওয়ারিশি আশ্বাস দেন। এছাড়া হুট করে পেঁয়াজ বন্ধ না করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানান পৌর মেয়র।

পরে জেলার প্রশাসক মীর নাহিদ আহসান ও পুলিশ সুপার ফারুক আহমেদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com