পুলিশ অঞ্জনার পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌছাল

December 2, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর মডেল থানার উদ্যোগে সড়ক দূর্ঘটনায় নিহত আলমগীর হোসেন অঞ্জনা এর পরিবারকে খাদ্য দ্রব্য হস্তান্তর করা হয়।

মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক জানান, ১ ডিসেম্বর মঙ্গলবার শহরের বড়হাট এলাকার অঞ্জনার পরিবারের কাছে খাদ্য দ্রব্য পৌছে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পরিমল চন্দ্র দেব, পুলিশ পরিদর্শক (অপারেশন), মোহাম্মদ বদিউজ্জামান সহ স্থানীয় কমিশনার ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।

আলমগীর হোসেন অঞ্জনা (হিজরা) (২৮), পিতা- রহমত আলী, সাং- বড়হাট, ২৮ নভেম্বর রাতে চাঁদনীঘাট ব্রীজের নিহত হয়।

হিজরা অঞ্জনার পরিবারদের নিকট ৫০ কেজি চাউল, ৮লিটার তেল, ৫ কেজি ডাল,  ৫ কেজি আটা, দুধ, চিনি, পেয়াজসহ অঞ্জনার স্ত্রীকে শাড়ী ও দুই সন্তানকে শীতের কাপড় প্রদান করেন। অঞ্জনার নিহতের বিষয়ে অফিসার ইনচার্জ বলেন, আমরা সর্বোচ্ছ আইনগত সহায়তা করব। ভবিষ্যতে ও মৌলভীবাজার মডেল থানা পুলিশ হিজরা সম্প্রদায়কে নিয়ে আরও কাজ করবেন বলে আশা ব্যাক্ত করেন। ভবিষ্যতেও মৌলভীবাজার মডেল থানা পুলিশ সব সময় নিহত অঞ্জনার পরিবারের পাশে থাকবে বলে আশা ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com