বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান স্মৃতি কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট

স্টাফ রিপোর্টার॥ বিজয় মাসে মাঠে গড়াচ্ছে “বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান স্মৃতি কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২০”। ৭ ডিসেম্বর থেকে মৌলভীবাজারে শুরু হবে এই টুর্নামেন্ট।
শনিবার ৫ ডিসেম্বর দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) মৌলভীবাজার জেলা শাখার নেতৃবৃন্দ এ কথা জানিয়েছেন। কোয়াব মৌলভীবাজার সভাপতি বিমান ঘোষ বিলকু জানান, কোয়াব দ্বিতীয়বারের মতো মৌলভীবাজার সদরসহ জেলার ৭ টি উপজেলা নিয়ে স্বাধীনতা পদক প্রাপ্ত ‘‘বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান স্মৃতি কোয়াব কাপ ক্রিকেট টুনার্মেন্ট ২০২০” আয়োজন করা হয়েছে। এই টুনার্মেন্টে জেলার ৮টি দল অংশ গ্রহন করবে। স্বাস্থ্যবিধি মেনে ৭ ডিসেম্বর সকাল ৯ টায় এ টুনামেন্ট উদ্বোধন করা হবে। তিনি আরো বলেন, কোয়াব খেলা আয়োজনের পাশাপাশি ক্রিকেটারদের প্রয়োজন, সুবিধা এবং অধিকার নিয়েও কাজ করছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- কোয়াব মৌলভীবাজারের সাধারণ সম্পাদক হাসান আহমদ জাবেদ, টুর্নামেন্টের আহ্বায়ক মাহবুব ইজদানী ইমরান, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সজিব হাসান, কোয়াব মৌলভীবাজারের অতিরিক্ত সাধারণ সম্পাদক সরোয়ার মজুমদার ইমন, যুগ্ম সম্পাদক রাসেল আহমেদ।
মন্তব্য করুন