রেড ক্রিসেন্ট ইউনিটের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
December 5, 2020,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিটের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৫ ডিসেম্বর সকালে মৌলভীবাজার রেড ক্রিসেন্ট কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট মৌলভীবাজার ইউনিটের চেয়ারম্যান মিছবাহুর রহমান। ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ আজমল হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি সৈয়দ মশাহিদ আহমদ চুন্নু, সদস্য অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, হাসান আহমদ জাবেদ, সৈয়দা জেরিন আক্তার, সজীব হাসান, হাসানাত কামাল, যুব প্রধান কামরুল হাসান মুন্না প্রমুখ।
সভায় ২০২০ সালের বার্ষিক প্রতিবেদন, অডিট রিপোর্ট, আয় ব্যয়ের হিসাব ও আগামী বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন ও অনুমোদন করা হয়।
কোরাম সংকটের কারণে সভা মুলতবি হয়। রোববার ৬ ডিসেম্বর পুনরায় সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন