কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নব-নির্বাচিত কমিটির প্রথম মাসিক সভা অনুষ্ঠিত

December 6, 2020,

এইচ ডি রুবেল॥ কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নব-নির্বাচিত কমিটির প্রথম মাসিক সভা অনুষ্ঠিত ৫ ডিসেম্বর শনিবার রাত ৮ ঘটিকার সময় দক্ষিণ বাজারে সমিতির কার্যালয় নব-নির্বাচিত কমিটির সভাপতি বদরুজ্জামান সজল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান কখইর পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবনির্বাচিত কমিটি সবাই সুষ্ঠু,অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন ও সার্বিক সহযোগিতার জন্য সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ এবং প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার ২ আবু জাফর রাজু, উপজেলা চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সহ সকল রাজনৈতিক দল ও কুলাউড়ায় কর্মরত সাংবাদিক সহ সর্বস্তরের ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

এছাড়া বাজারের সার্বিক নিরাপত্তার স্বার্থে রাত্রিকালীন পাহারা জোরদার ও সিসি ক্যামেরা সচল করার সিদ্ধান্ত গৃহীত হয়।সভায় সর্বস্তরের ব্যবসায়ীকে ঐক্যবদ্ধ থেকে ব্যবসায়ী কল্যাণ সমিতির নব-নির্বাচিত কমিটিকে সহযোগিতার আহ্বান করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি হাজী রফিক মিয়া ফাতু ও মাও. আব্দুল ওয়াহিদ, সহ-সাধারন সম্পাদক মো. শফিকুল ইসলাম জায়েদ ও মো. ফয়েজ উদ্দিন, কোষাধ্যক্ষ হাফিজ বদরুল ইসলাম, দপ্তর সম্পাদক ডা.কুতুব উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রুবেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক খন্দকার সাইফুর রহমান আফজল ও নারী উদ্যোক্তা বিষয়ক সম্পাদক সুফিয়া রহমান ইতি প্রমুখ।

এছাড়াও ১নং ওয়ার্ড সম্পাদক নজরুল ইসলাম, সদস্য রিংকু বর্ধন ও আবু সাঈদ, ২নং ওয়ার্ড সম্পাদক অশোক চন্দ এবং সদস্য মারুফ আহমদ জালাল, ৩নং ওয়ার্ড সম্পাদক আব্দুল মতলিব এবং সদস্য কামাল আহমদ ও কাওছার আহমদ চৌধুরী সাব্বির, ৪নং ওয়ার্ড সম্পাদক গৌছ মিয়া, সদস্য আব্দুল মান্নান ও হায়দর আলী, ৫নং ওয়ার্ড সম্পাদক আব্দুল মোহিত, সদস্য আবুল কালাম রাসেল ও এনামুল হক এনাম, ৬নং ওয়ার্ড সম্পাদক আব্দুল্লা আল মনি, সদস্য নজরুল ইসলাম সোনা ও ইকবাল আহমদ দিপু, ৭নং ওয়ার্ড সম্পাদক এজাজ মাহমুদ চৌধুরী ফুল এবং সদস্য জুনেদ আহমদ ও শাহজাহান কবির এবং ৮নং ওয়ার্ড সম্পাদক রাজু আহমদ দুলাল, সদস্য নাজিম বকস ও মো. মোস্তফা প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com