ব্রিটিশদের পোশাক-পরিচ্ছদ আমরা গ্রহণ করেছি, ইংরেজি বর্জন করেছি: মিছবাহুর রহমান

স্টাফ রিপোর্টার॥ “স্বপ্ন আপনারা, বাস্তবায়নের সহযোগিতা আমাদের” এই প্রতিপাদ্যকে ধারণ করে মৌলভীবাজারে উদ্বোধন হলো স্টাডি সলিউশনের অফিস।
শনিবার ৫ ডিসেম্বর মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। শ্রীমঙ্গল রোডস্থ রয়েল ম্যানশনের ২য় তলায় জেলার বিশিষ্ট সংগঠক ও স্টাডি সলিউশনের চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে ও মিজানুর রহমান রাসেলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফজলুল আলী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমেদ, বাসসের জেলা প্রতিনিধি ডাঃ ছাদিক আহমেদ, বিশিষ্ট লেখক ও গবেষক আবু তাহের, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সভাপতি সৈয়দ শাহবুদ্দিন আহমেদ, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হক, মৌলভীবাজার পৌরসভার সাবেক কমিশনার রিয়াজ উদ্দিন আহমেদ, প্রবাসী কমিউনিটি নেতা নান্টু মিয়া। এসময় স্বাগত বক্তব্য রাখেন স্টাডি সলিউশনের সিইও নাজমুল হোসাইন।
মন্তব্য করুন