স্কুল ছাত্রীকে ধর্ষনের চেষ্টায় যুবক আটক

December 7, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার ১১নং মোস্তফাপুর ইউনিয়নের জগৎসী এলাকায় জোর পৃর্বক ধর্ষনের চেষ্ঠার ঘটনায় এক য্বুককে আটক করেছে পুলিশ। ৭ ডিসেম্বর সোমবার এলাকাবাসীর সহযোগিতায় তাকে পুলিশে হাতে তোলে দেয়া হয়।
উল্লেখ্য রবিবার সকাল ৮ টায় নিজ এলাকা গয়ঘর থেকে জগৎসী স্কুলের পাশে প্রাইভেট পড়ার জন্য যাওয়ার পথে ১০ম শ্রেণির শিক্ষার্থী জগৎসী এলাকার বখাটে নাঈম (২৪) পূর্ব পরিকল্পিত ভাবে পিছু হাটতে থাকে।
কুয়াশাচন্ন জায়গায় ধর্ষনের চেষ্টা করলে মেয়েটি চিৎকার করলে রাস্তা দিয়ে যাওয়া সিএনজি ড্রাইভার গাড়ি থামিয়ে এগিয়ে গেলে ধর্ষন চেষ্টার দর্শক পালিয়ে যায়। পরে ড্রাইভার এলাকার মানুষকে জানালে এলাকাবাসী উদ্ধার করে মেয়ের পরিবারের কাছে সোপর্দ করেন।
পরে বিকেলে স্কুল ছাত্রীকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন। আটক নাঈমকে আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে বলে জানান মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াসিনুল হক।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com