বিজয়ের মাসেও স্মৃতিসৌধ ও শহীদ মিনারে জুতা পড়ে আড্ডা

December 8, 2020,

স্টাফ রিপোর্টার॥ জাতীর শ্রেষ্ঠ সন্তানরা দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মাসে বিজয় ছিনিয়ে আনে। এই দিনে পাকিস্তানী হানাদার বাহিনী যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। আর বিশ্বের বুকে বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়।

ভাষা শহীদরা ১৯৫২ সালে বাংলাকে রাষ্ট্রভাষা করা জন্য আন্দোলন করে শহীদ হন। তাই প্রতি বছর ২১ র্ফেরুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও  ১৬ ডিসেম্বর বিজয় দিবস হিসেবে পালন করা হয়। সেই ভাষা আন্দোলন ও  মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের সম্মান জানাতে ২১ ফেব্রুয়ারি সকালে খালি পায়ে শহীদ মিনারে ফুল দিয়ে সম্মান জানানো হয় এবং ১৬ই ডিসেম্বরে মধ্য রাতে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয় বিজয় দিবসের। ১৬ ডিসেম্বরের আগে ৮ ডিসেম্বর মৌলভীবাজার  পুরোপুরি হানাদার মুক্ত হয়। কিন্তু যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন তাদের শহীদ মিনার ও স্মৃতিসৌধ কেমন আছে?।

আজ ৮ ডিসেম্বর সকালে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে অবস্থিত শহীদ মিনার ও স্মৃতিসৌধে গেলে দেখা যায় ১টি মেয়ে ২টি ছেলে স্মৃতিসৌধে  জুতা নিয়ে আড্ডায় লিপ্ত থাকে। সংবাদকর্মী তাদেরকে জুতা খুলে স্মৃতিসৌধে উঠার জন্য বল্লে পাঞ্জাবি পরনের বখাটে ছেলেটি ক্ষেপে গিয়ে সংবাদকর্মীকে বলে কি সমস্যা, মায়ের চেয়ে মাসির দরদ বেশি, এক পর্যায় মেয়েটি বখাটে ছেলেটি নিয়ে যায়।

মৌলভীবাজার জেলা সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার জামাল আহমদ বলেন এক দিকে চলছে প্রেম অন্য দিকে জুতা আর রাতের আধারে মাদক বিক্রি ও সেবনের স্থান। প্রতিদিন  দিনের বেলায় শহীদ মিনার ও স্মৃতিসৌধের ভাবমূর্তিকে অবমাননা করে জুতা নিয়ে প্রেমিক যুগলরা আড্ডায় লিপ্ত থাকে। সমান্তরালে চলে ভবঘুরেদের আড্ডা।

এমনকি সন্ধ্যা নামার সাথে সাথে একশ্রেণীর বখাটেরা ধূমপানসহ বিভিন্ন মাদকের কেন্দ্র হিসেবে ব্যবহার করেন শহীদ মিনারকে। যার ফলে শহীদ মিনারে প্রকৃত আর্দশকে চরম ভাবে অবমাননা করা হচ্ছে  তবে প্রশাসন দেখবাল করার জন্য কাউকে দায়ীত্ব দিলে ভালো হতো।

১৬ই ডিসেম্বর, ২১ ফেব্রুয়ারিসহ বিভিন্ন দিবসে এর কদর দেখা যায়। বাকি সময়টুকু পরিচর্যার অভাবে অবহেলা আর অযত্নে পড়ে থাকে জেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনা ও স্মৃতিসৌধগুলো।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com