ধর্ষনের চেষ্টাকারী নাঈমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার॥ জগৎসী গোপাল কৃষ্ণ এম সাইফুর রহমান বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ১০ ম শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের চেষ্টার প্রতিবাদে, ধর্ষন অপচেষ্টাকারী নাঈমের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ৮ ডিসেম্বর মঙ্গলবার মৌলভীবাজার প্রেস ক্লাবের সামনে জগৎসী গোপাল কৃষ্ণ এম সাইফুর রহমান বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের সাধারণ ছাত্র-ছাত্রীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।
সে সময় বক্তব্য রাখেন, পরিত্যুস সূত্রধর, মাহমুদ হাসান, মাসুম বকস, সোয়েব আহমেদ,শামাউন আল ফারদিন,আকিব আহমেদসহ প্রমুখ।
এসময় ছাত্ররা বক্তব্য দেন আমরা ধর্ষন অপচেষ্টাকারী কুলাঙার নাঈমের দ্রুত দৃষ্টান্ত মূলক শাস্তি চাই,সাথে স্কুল-কলেজের সকল ছাত্রীর নিরাপত্তা চান,যদি সন্তুষ্টজনক শাস্তি না দেওয়া হয় প্রয়োজনে সারাদেশে কঠিন কর্মসূচি ঘোষনা দেওয়া হবে এবং কুলাঙার নাঈমের সাথে আর কেউ জড়িত আছে কি না তার তদন্ত করার আহব্বান জানান পুলিশের কাছে।
মন্তব্য করুন