হানাদার মুক্ত দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার হানাদার মুক্ত দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সম্মেলন কক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ ডিসেম্বর মঙ্গলবার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ এর সঞ্চালনায় এবং মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-০৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার), পৌরসভা মেয়র মোঃ ফজলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মামুনুর রশিদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের মৌলভীবাজার জেলা ইউনিটের সাবেক কমান্ডার মোঃ জামাল উদ্দিন সহ অন্যন্যরা।
মন্তব্য করুন