আন্তজার্তিক নারী নির্যাতন ও বেগম রোকেয়া দিবস পালিত

পলি রানী দেবনাথ॥ আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২০ পালিত হয়েছে।
৯ ডিসেম্বর বুধবার মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় এর উদ্যোগে এবং মৌলভীবাজার জেলা প্রশাসন এর সহযোগীতায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
“জয়ীতা অন্বেষণে বাংলাদেশ” অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনে শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনে সফল জননী হিসাবে সাফল্য অর্জনে নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে নতুন জীবন পরিচালনায় সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য শ্রেষ্ঠ জয়ীতার সম্মননা দেয়া হয়।
সম্মননা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ভিকারুন্নেছা, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রেজিয়া পারভীন, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথিরা জেলা পর্যায়ে ৫ জন ও উপজেলা পর্যায়ে ৫ জন শ্রেষ্ঠ জয়ীতার হাতে সম্মাননা স্বারক তুলে দেন।
মন্তব্য করুন