করোনার ২য় ঢেউ মোকাবেলায় মৌলভীবাজার পৌরসভা তৎপর

স্টাফ রির্পোটার॥ মৌলভীবাজার পৌরসভা মাস্ক পরিধান, স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে নিয়মিত মাইকিং ও প্রচার-প্রচারণা করে যাচ্ছে।
করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপে সংক্রামণের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ‘করোনা ভাইরাসে আতঙ্ক নয় দরকার সচেতনতা ও সতর্কতা’ এই বিষয়ে মৌলভীবাজার পৌরসভা-মাস্ক পরিধান, স্বাস্থ্যবিধি মানা, মাস্ক পরার জন্য নিয়মিত প্রচার-প্রচারণা করে যাচ্ছে। যারা মাস্ক পরছেন না তাদেরকেই দিয়ে মাস্ক পড়ার বিষয়ে সাধারণ জনগণকে আহ্বান জানানো হচ্ছে।
৯ ডিসেম্বর বুধবার দুপুরে শহরের পশ্চিম বাজার এলাকায় মৌলভীবাজার পৌরসভার আয়োজনে পৌর মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে সাধারণ মানুষের মধ্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর মনোবীর রায় মঞ্জু, জলাল আহমদ, ব্যাবসায়ী নেতৃবৃন্দসহ পৌরসভার কর্মকতা কর্মচারী বৃন্দ।
মেয়র ফজলুর রহমান বলেন সারা বিশ্বের মতো আমাদের দেশেও করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে। জীবন ও জীবিকার তাগিদে মানুষ ঘরের বাইরে যাচ্ছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। সাধারণ মানুষের মধ্যে নেই কোন ভীতি, উদ্বেগ ও সচেতনতা। গন-পরিবহন, হাট-বাজার, বিপণী বিতাণ, বিনোদন স্পট, বাসে কোথাও মানুষ স্বাস্থ্যবিধি মানছে না।
মৌলভীবাজার পৌরসভার নিয়মিত প্রচার-প্রচারণা মাধ্যমে জেলা শহরে এবং থানা এলাকায় গুরুত্বপূর্ণ মোড় বা স্থান, হাটবাজার, এবং জনসমাগমস্থলে মাস্ক বিতরণের মাধ্যমে জনগণকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করা হচ্ছে। সচেতনতার পাশাপাশি সাধারণ মানুষকে বিনামূল্যে মাস্ক পরিয়ে মাস্ক পড়ার বিষয়ে সচেতন করা হচ্ছে।
করোনা সংক্রামন প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রথম থেকেই সাহস ও উদ্যমের সাথে কাজ করে যাচ্ছে মৌলভীবাজার পৌরসভার কর্মকতা কর্মচারী নিয়ে মেয়র ফজলুর রহমান।
করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধে গত মার্চ মাসের শুরু থেকেই মৌলভীবাজার পৌরসভা জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ, নিয়মিত মাইকিং, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়ে প্রচারাভিযান চালিয়ে আসছেন।
এরই ধারাবাহিকতায় করোনার ২য় ঢেউ মোকাবেলায় প্রচার-প্রচারণা, সচেতনতা ও মানবিক সহায়তা এখনও অব্যাহত আছে।
মন্তব্য করুন