মৌলভীবাজারে ১০ জয়িতাকে পুরস্কৃত

December 9, 2020,

সাইফুল্লাহ হাসান॥ মৌলভীবাজারে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে জেলার ১০ জয়িতাকে পুরস্কৃত করা হয়েছে। বুধবার ৯ ডিসেম্বর জেলা প্রশাসন, মৌলভীবাজার ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে তাদেরকে পুরস্কৃত করা হয়।
জেলা পর্যায়ের জয়িতারা হলেন-অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে শিরিন আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে রাশেদা বেগম, সফল জননী নারী ক্যাটাগরিতে সুকৃতি ভৌমিক, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু নারী ক্যাটাগরিতে ছাপা বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে ফাতেহা ফেরদৌস চৌধুরী।
উপজেলা পর্যায়ের জয়িতারা হলেন-অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে শিরিন আক্তার, শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে রাশেদা বেগম, সফল জননী নারী ক্যাটাগরিতে সুকৃতি ভৌমিক, সমাজ উন্নয়নে অসামান্য সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে শ্যামলী দাশ পুরস্কায়স্থ ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু নারী ক্যাটাগরিতে আরও একজনকে ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মোঃ মামুনুর রশীদ।
জেলা প্রশাসক জানান, সমাজে নারীদের অবদান এবং মানব সভ্যতায় নারীদের অপরিহার্য এবং অনস্বীকার্য ভূমিকার কথা উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com