বরমচালে ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চলছে ভোট গ্রহন

December 10, 2020,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়ার বরমচাল ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে ভোট গ্রহন চলছে। মহিলাদের উপস্থিতি রয়েছে প্রচুর।

বৃহস্পতিবার ৯ টা থেকে ভোট গ্রহন শুরু হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন চলছে। বরমচাল ইউনিয়ন পরিষদে ৯ টি কেন্দ্রে ৩৮ টি বুথের মাধ্যমে ভোট গ্রহন চলছে। ইউনিয়ন নির্বাচনে ১৩ হাজার ৪৩৬ টি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পূরুষ ভোটার রয়েছেন ৬ হাজার ৮৪১ জন ও নারী ভোটার ৬ হাজার ৫৯৫ জন। প্রতিটি কেন্দ্রে ৮ জন পুলিশ সদস্য ও ১৭ জন করে আনসার সদস্য রয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা আহসান ইকবাল জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর নেতৃত্বে ৪ জন নির্বাহী ম্যাজেস্ট্রেট কাজ করছেন। এছাড়াও বিজিবি, র‌্যাব ও পুলিশের স্ট্রাইকিং ফোর্স মাঠে কাজ করছে।

নন্দনগর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জানান ওই কেন্দ্রে ভোট রয়েছে ২২৫২টি। সকাল সাড়ে ১০ টা পর্যন্ত প্রায় ৩’শ ভোটার ভোট প্রদান করেছেন।

নির্বাচনে ৪ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিন্দন্ধিতা করছেন। তারা হলেন আওয়ামীলীগ মনোনীত সিএম জয়নাল আবেদীন, বিএনপি মনোনীত আব্দুল মোক্তাদির মুক্তার, আওয়ামীলীগ বিদ্রোহী খোরশেদ আহমদ খান সুইট ও স্বতন্ত্র প্রার্থী খয়রুল আমীন চৌধুরী টিপু। আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী খোরশেদ আহমদ খান ভোট নিয়ে শংকা প্রকাশ করেছেন।

উল্লেখ, গত ১৮ আগস্ট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আহবাব চৌধুরী শাহজাহান করোনা আক্রান্ত হয়ে মারা গেলে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com