বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ আব্দুল মুক্তাদির এর কুলখানি সম্পন্ন

December 12, 2020,

স্টাফ রিপোর্টার॥ বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক, সরকারের সাবেক উচ্চ পদস্থ কর্মকর্তা, ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশনের প্রাক্তন সভাপতি, শিক্ষাবিদ সৈয়দ আব্দুল মুক্তাদির এর কুলখানি সম্পন্ন হয়েছে।

শুক্রবার ১১ ডিসেম্বর মরহুমের গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের বরইউরিতে কুলখানির আয়োজন করেন মরহুমের পরিবারের সদস্যরা।

শুক্রবার সকাল থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় তাঁর গ্রামের বাড়িতে কুরআনে খতম অনুষ্ঠিত হয়। মরহুমের কবর জিয়ারত ছাড়াও বাদ জুম্মা বরইউরি জামে মসজিদে মিলাদ,দোয়া ও শিরণী বিতরণ করা হয়। এছাড়া নিজ বাড়িতে আয়োজিত শিরণী বিতরণ ও কুলখানি অনুষ্ঠানে নানা শ্রেণী ও পেশার লোকজন অংশগ্রহণ করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, মৌলভীবাজার সরকারী কলেজের সাবেক অধ্যাপক সৈয়দ মো: ফয়জুল্লাহ, মৌলভীবাজার সরকারী মহিলা কলেজের অধ্যাপক আব্দুল ওয়াদূদ,সাবেক এজিপি অ্যাডভোকেট আখলাকুল আম্বিয়া, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মাতুক, সিনিয়র সাংবাদিক বকশী ইকবাল আহমদ, নাজিরাবাদ ইউপি চেয়ারম্যান এনামুল হক রাজাসহ রাজনৈতিক,সামাজিক ও পেশাজীবী অঙ্গনের গণ্যমান্য ব্যক্তিবর্গ, মরহুমের পরিবারের সদস্য, আত্মীয়, স্বজন ও স্থানীয় বাসিন্দারা।

উল্লেখ্য ২৬ অক্টোবর সোমবার বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৈয়দ আব্দুল মুক্তাদির। পরদিন ৩ দফা জানাযা শেষে সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের বারইউরি গ্রামের সৈয়দ বাড়ির পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে সমাহিত করা হয় প্রবীণ এই শিক্ষাবিদকে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com