মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মানবন্ধন ও পথসভা

স্টাফ রিপোর্টার॥ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মানববন্ধন ও পথসভা করেছে দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। ১২ ডিসেম্বর শনিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়। দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে ও যুবলীগ নেতা অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সনের সঞ্চলনায় মানববন্ধন ও পথসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, ইউপি চেয়ারম্যান ও চেম্বারের সহ-সভাপতি আবু সুফিয়ান, নাটাবের সভাপতি সাংবাদিক বকসি ইকবাল আহমদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, চেম্বারের পরিচালক শিরিন আক্তার, নারী উদ্যোক্তা চৌধুরী রোকেয়া মাহবুব, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ভিপি আব্দুল মতিন, অ্যাডভোকেট তপন পাল তপু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান রনি,জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাহবুব আলম,জেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ জাকারিয়া, জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক শাহীন আহমদ চৌধুরী প্রমুখ।
চেম্বার সভাপতি মোঃ কামাল হোসেন তার বক্তব্যে বলেন এদেশে মৌলবাদের কোন স্থান নেই। যারা ভাস্কর্য ভাঙচুর করেছে তাঁদেরকে রাষ্ট্রদ্রোহ মামলার আওতায় এনে বিচার করা হউক। তিনি বলেন বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। এদেশে নিজ অর্থায়ণে পদ্মা সেতু নির্মিত হয়েছে। বিশ্বের তাবৎ দেশ অবাক বিস্ময়ে তা অবলোকন করছে।
মন্তব্য করুন