বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সমাবেশ

December 12, 2020,

স্টাফ রিপোর্টার॥ জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান। এই স্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ জানালেন মৌলভীবাজারে কর্মরত প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা-কর্মচারীরা।

১২ ডিসেম্বর শনিবার সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ শেখ মোহাম্মদ আবু তাহের, পুলিশ সুপার ফারুক আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মামুনুর রশীদ চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম আব্দুল ওয়াদুদ, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর-এলজিইডি  নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দীন সরদার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মুমিনুল হক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তারুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী লুৎফুল বারী, জেলা পরিষদের প্রধান নির্বাহী খোদেজা খাতুন, সিভিল সার্জন ডাঃ তউহীদ আহমদ, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ফজলুল আলীসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। প্রতিবাদ সমাবেশে জেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন ক্যাডারের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহন করেন।

সমাবেশে বক্তারা তাদের বক্তব্যে জাতির পিতার ভাস্কর্য অবমাননা ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন বঙ্গবন্ধুর দূরদর্শী ও সাহসী নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা ও মুক্তি অর্জন করেছে। বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ও বাঙালি জাতি গঠনে বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরেন তারা। বক্তারা বলেন বঙ্গবন্ধুর জন্যই একটি গর্বিত জাতি স্বতন্ত্র পরিচয়ে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর দুর্লভ সম্মান বাঙালি পেয়েছে। ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠাই ছিল জাতির পিতার আজীবনের লালিত স্বপ্ন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com