মৌলভীবাজার পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে চেক বিতরণ

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের অবসরকালীন আর্থিক সুবিদার (আনুতোষিক ও ল্যামগ্রান্ড এর খন্ড অংশ) টাকার চেক হস্তান্তর করা হয়।
১২ ডিসেম্বর শনিবার দূপুরে মৌলভীবাজার পৌরসভার বোর্ড কনফারেন্স হল রুমে আনুষ্ঠানিক ভাবে পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের হাতে ওই চেক তোলে দেন পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো: আবুল হোসেন খান, কাউন্সিলর মনবীর রায় মঞ্জু,ফয়সল আহমদ,আসাদ হোসেন মক্কু,নাহিদ আহমদ, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ দীন, হিসাব রক্ষক উজ্জ্বল চন্দ্র দেব, কনজারভেন্সি ইন্সপেক্টর আব্দুল মতিন প্রমুখ।
বক্তারা বলেন পৌরসভার নানা আর্থিক সংকটের মধ্যে কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা পরিশোধের পাশাপাশি অবসরকালীন আর্থিক সুবিদার টাকা পরিশোধের প্রচেষ্ঠা অব্যাহত রেখেছে। পৌরসভা তার সীমিত আয় থেকে সার্বিক উন্নয়ন ও চলমান ব্যয় ও সমুদয় বকেয়া পরিশোধের এই প্রচেষ্ঠা চালাচ্ছে। অনেক বকেয়া বিল ইতোমধ্যে পরিশোধও করেছে। অন্যগুলিও প্রক্রিয়াধীন। পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান তার বক্তব্যে বলেন পৌরসভা তার আয় অনুযায়ী সার্বিক উন্নয়ন,কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতাসহ অবসরকালীন সকল আর্থিক সুবিধা পরিশোধ করার চেষ্ঠা চালিয়ে যাচ্ছে। এরই সাথে অন্যান্য পাওনাদারদের বকেয়াও পরিশোধ করা হয়েছে ও পরিশোধের প্রচেষ্ঠা অব্যাহত রেখেছে। তিনি বলেন আমরা ধাপে ধাপে সবার সমুদয় পাওনা বকেয়া অবশ্যই পরিশোধ করব। পৌরসভার সার্বিক উন্নয়নে তিনি সকলের সহযোগিতা চান।
মন্তব্য করুন