ডাকাতি প্রতিরোধে রাত্রীকালীন সময় স্থানীয় স্বেচ্ছা সেবকদের সাথে মত বিনিময়

December 12, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক মৌলভীবাজার সদর মডেল থানাধীন আখাইলকুড়া ইউপি এলাকার জনসাধারনের সাথে ডাকাতি প্রতিরোধ সং৫ক্রান্তে উন্মুক্ত আলোচনা করেন।

১২ ডিসেম্বর শনিবার  উক্ত আলোচনায় আরও উপস্থিত ছিলেন মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পরিমল চন্দ্র দেব, পুলিশ পরিদর্শক (অপারেশন্স), মোহাম্মদ বদিউজ্জামান, বিট অফিসার এবং আখাইলকুড়া ইউপি সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গসহ সর্ব সাধারন।

উক্ত সভায় আখাইলকুড়া ইউনিয়নের সকল এলাকায় ডাকাতি প্রতিরোধ সংক্রান্তে অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক  বলেন, আমরা সর্বোচ্ছ নিরাপত্তার ব্যবস্থা নিয়েছি যাতে করে মৌলভীবাজার বাসী নিরাপদে এবং ডাকাত মুক্ত থাকতে পারে। মৌলভীবাজারের অধিকাংশ লোক প্রবাসী হওয়ায় তাদের নিরাপত্তার কথা চিন্তা করে পুলিশের নিরাপত্তা টহলের পাশাপাশি স্থানীয় লোকজন রাত্রীকালীন সময় এলাকার বিভিন্ন পয়েন্টে পাহারা দিচ্ছেন, এই সকল সেচ্ছাসেবকদের আরো উজ্জীবিত করার লক্ষ্যে মডেল থানা পুলিশের পক্ষ থেকে বিরানি ভোজের আয়োজন করা হয়। রাত্রিকালীন পাহরায় নিয়োজিত স্বেচ্ছা সেবকদের মনোবল চাঙ্গা করার জন্য ভবিষ্যতেও এই দ্বারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন । উক্ত সভায় স্থানীয় লোকদের পরামর্শ নিয়ে কিভাবে আরো ভালো নিরাপত্তার ব্যবস্থা করা যায় সেই বিষয়েও আলোচনা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com