কৃপাসিন্ধু ভট্টচার্য্য’র আত্মস্থ আত্মকথা গ্রন্থের মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার॥ বিশ্ব কবিমঞ্চ আয়োজিত বীর মুক্তিযোদ্ধা লেখক কৃপাসিন্ধু ভট্টাচার্য্য’র আত্মস্থ আত্মকথা গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে, ১২ ডিসেম্বর শনিবার সন্ধায় স্থানীয় মনসুন চাইনিজ রেস্টুরেন্টে। বিশ্ব কবিমঞ্চ মৌলভীবাজার জেলা শাখার সহ সভাপতি এডভোকেট দীপ্তেন্দ্র দাসগুপ্ত কাজলের সভাপতিত্বে পূজা ভট্টাচার্যের সঞ্চালনা স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক কবি পলাশ দেবনাথ , এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীন সাহিত্যিক লেখক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান মুজিব, সম্মানীত অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কবি এম শাহাবুদ্দিন আহমেদ শিহাব, এবং বিশ্ব কবিমেঞ্চের কেন্দ্রীয় কমিটির অহবায়ক কবি পুলক কান্তি ধর। এছাড়াও বক্তব্য রাখেন গ্রন্থের প্রকাশক আব্দুল মুক্তাদির, লোক গবেষক অমলেন্দু দাশ মিলন, লেখকের ছাত্র শিক্ষক আতিকুল ইসলাম, ছোট ভাইয়ের স্ত্রী সুপ্তা ভট্টাচার্য্য, সহকর্মী রাজকুমার মিত্র, ছাড়াও অধ্যপক হিরণময় দেব, কবি শেখর গোষ্মামী, কবি শিব প্রসন্ন ভট্টাচার্য্য, সংষ্কৃতি কর্মী বাসুদেব রায় প্রমূখ। অতিথিদের ফুল দিয়ে বরণ করেন কবি পলাশ দেব নাথ গ্রন্থের লেখককে মাল্যদান প্রদান করেন প্রধান অতিথি মুজিবুর রহমান মুজিব।
মন্তব্য করুন