ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের নতুন কার্যকরী কমিটি গঠন

December 13, 2020,

স্টাফ রিপোর্টার॥ ব্যাংকের কর্মকর্তাদের সংগঠন ব্যাংক অফিসার্স এসোসিয়েশন, মৌলভীবাজারের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। করোনা পরিস্থিতিতে এ বছর কোনরুপ সভা ব্যতিরেকে ভার্চুয়াল আয়োজনের মাধ্যমে কমিটি গঠন করা হয়।

ভার্চুয়াল মাধ্যমে জনতা ব্যাংক মৌলভীবাজার কর্পোরেট শাখার এসিসট্যান্ট জেনারেল ম্যানেজার ও শাখা প্রধান মোঃ আব্দুল হামিদ কে সভাপতি ও বেসিক ব্যাংক লিঃ মৌলভীবাজার শাখার নির্বাহী ব্যবস্থাপক জুনেদ আহমদ খান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড মৌলভীবাজার শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার মোঃ আশরাফ-উল-আলম কে সাংগঠনিক সম্পাদক নির্বাচন করে ৭১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। ডিসেম্বর ২০২০ সাল থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত ২ বছরের জন্য কমিটি গঠন করা হয়।

উক্ত কমিটির মধ্যে মৌলভীবাজারে কর্মরত সকল রাষ্ট্রায়ত্ব ও প্রাইভেট ব্যাংকের আঞ্চলিক প্রধানগণ ও উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দের সমন্বয়ে ১৪ জন উপদেষ্টা মন্ডলীর সদস্য, ২৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি, ১৮ জন শাখা ব্যবস্থাপককেনির্বাহী সদস্য এবং অন্যান্য ১২ জন ব্যাংক কর্মকর্তাকে কার্যকরী সদস্য হিসেবে ঘোষণা করা হয়। আসন্ন ২০২১ সালে প্রিয় জন্মভূমি বাংলাদেশের পঞ্চাশ বছর পূর্তিকে স্মরণিয় করে রাখার প্রয়াস হিসেবে ব্যাংক অফিসার্স এসোসিয়েশন, মৌলভীবাজারের নতুন কার্যকরী কমিটি ৭১ সদস্যে নির্ধারিত করা হয়েছে বলে জানিয়েছেন কার্যনির্বাহী কমিটি (২০২০-২০২২) সিলেকশন কমিটির অন্যতম সদস্য ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক লিঃ এরভাইস প্রেসিডেন্ট ও মৌলভীবাজার শাখার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ নজরুল ইসলাম।

উল্লেখ্য, এই অঞ্চলের সকল ব্যাংকারদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি পরিলক্ষণেরসাথে সাথে মৌলভীবাজারের এই সংগঠনটি এই অঞ্চলের কৃষি, অর্থনীতি, বিভিন্ন সমাজসেবামূলক কর্মকান্ড, জেলা ও পৌর অঞ্চলের সামাজিক দায়িত্ব, আর্থ মানবতার ডাকে সাড়া দেয়া, নিয়মিত প্রকাশনা সহ বিভিন্ন স্থানীয় ও জাতীয় বিষয়াদিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে নবগঠিত কার্যকরী কমিটির সদস্যবৃন্দ অবহিত করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com