শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত মৌলভীবাজারে

December 14, 2020,

পলি রানী দেব নাথ॥ মৌলভীবাজারে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১৪ ডিসেম্বর সোমবার মৌলভীবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভার শুরুতে সকল শহীদদের আত্নার শান্তি কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। জেলা প্রশাসক মীর নাহিদ আহসানএর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার), জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌরসভা মেয়র ফজলুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুনুর রশীদ। এছাড়াও বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলার সিভিল সার্জন ডাঃ  তৌহিদ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা বলরাম নাথ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com