ইসলামী ব্যাংকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত
December 14, 2020,

স্টাফ রিপোর্টার॥ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, মৌলভীবাজার শাখায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত।
উক্ত অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করেন এবং “শহীদ বুদ্ধিজীবী দিবস” উপলক্ষে আলোচনা করেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও মৌলভীবাজার শাখা প্রধান মোঃ জিয়াবুল আলম। উক্ত আলোচনায় তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও অবদানের বিষয়টি সকলের সামনে তুলে ধরেন।
উক্ত অনুষ্ঠানে মৌলভীবাজার শাখার ম্যানেজার অপারেশন্স ও শাখার আওতাধীন কলেজগেট উপশাখা প্রধান মোঃ হুমায়ুন কবিরও আলোচনা করেন। উক্ত অনুষ্ঠানে শাখার জিবি ইনচার্জ, ই্নভেস্টমেন্ট ইনচার্জসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে আলোচনা করেন। পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
মন্তব্য করুন